- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে বিবাবহ করতে এসে ভুয়া সেনাবাহিনী সহ ঘটক গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর পাঁচটারিপাড়া গ্রামের এক যুবতিকে বিবাহ করতে তার বাড়িতে আসেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামের লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন(২৬)। গত রোববার মেয়েকে দেখেই বিয়ে করতে রাজি হন মোফাজ্জল। তারপর ওই যুবতির বাবা মায়ের সন্দেহ হলে মোফাজ্জলের খোঁজ খবর নেন। তারা জানতে পারেন ওই মোফাজ্জল মিথ্যে প্রলভোন দেখিয়ে তার মেয়েকে বিবাহ করতে চেয়েছিলেন। জানতে পেয়ে স্থানীয় লোকজনের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় পুলিশকে সোপার্দ করেন ওই মোফাজ্জল সহ ঘটকদের এলাকাবাসি।
হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল বলেন, প্রথমে আমাকে ওই এলাকার লোকজন বিষয়টি জানিয়েছেন। পরে খোঁজ নিয়ে দেখা গেছে ভুয়া সেনাবাহিনীর পরিচয় দিয়েছেন ওই প্রতারক।
তারাগঞ্জ থানার এসআই মশিউর রহমান বলেন, ওই ঘটনায় রোববার রাতে মোফাজ্জল হোসেন, সেলিনা বেগম, আব্দুল জলিল, আব্দুল মান্নানকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। ভুয়া সেনাবাহিনী মোফাজ্জল ও ঘটক আব্দুল মান্নানের স্ত্রী সেলিনা বেগমকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে।