- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মৎস দপ্তরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎসচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গতকাল রোববার দুপুরে ঘনিরামপুর ঝাকুয়াপাড়ায় ওই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি প্রকল্প পরিচালক বদরুজ্জামান মানিক। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, কৃষি অফিসার অশোক কুমার, ইউএলও সিরাজুল ইসলাম,মৎস অফিসার লুৎফুন্নাহার,সহকারি মৎস অফিসার হাবিবুর রহমান, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক, তারাগঞ্জ বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীনআফান। উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারি শবনম মোস্তারী, স্বর্ণ কুমার কুন্ডু, বিভিন্ন কর্মকর্তা কর্মচারি, মৎসচাসী জুয়েল হক প্রমুখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.