- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
টাংগাইল জেলা প্রতিনিধি:
বিভিন্ন সূত্রে জানা যায় টাংগাইলে ভূঞাপুর ও গোপালপুরে ডিস লাইনের মালিকরা নিজ নিজ উপজেলা ভিত্তিক ডিস লাইন পরিচালনা করার জন্য সরকারের অনুমতি লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছিল । এমন অবস্থায় ডিস লাইনের ব্যবসায়ীরা নিজ নিজ উপজেলায় ব্যবসা করার নিয়ম থাকলেও তা তোয়াক্কা না করে সে টাঙ্গাইলের ভূঞাপুরের ডিস লাইনের ব্যবসায়ীরা রাজনৈতিক ক্ষমতা প্রভাব খাটিয়ে নিজ উপজেলা ছাড়িয়ে পাশের উপজেলা গোপালপুরে পৌরসভা এবং ইউনিয়নে অজ্ঞাত ( নাম প্রকাশে অনিচ্ছুক ( রাজনৈতিক ব্যক্তিদের সাথে নিয়ে অবৈধভাবে ডিস লাইনের সংযোগ দিয়ে বৈধ ব্যবসায়ীদের লাইনের ভিতরে লাইন দিয়ে নানাভাবে বিতর্ক ও ক্ষতি সৃষ্টি করেছে। আরও জানা যায় যে ভূঞাপুরে ফলদা বাজারে ডিস ব্যবসায়ী মোঃ হানিফ উদ্দিন এই সমস্ত ঘটনা মূল কারিগর ও পরিকল্পনাকারী । অপর দিকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সরকারের কোন নিয়ম কানুন না মেনে নিজের ইচ্ছামত অবৈধ ভাবে ডিস লাইনের ব্যবসা করে আসছে ভূঞাপুরের ফলদা বাজারের ডিস লাইন ব্যবসায়ী হানিফ উদ্দিন। ইতিমধ্যে আরও নানা ঘটনার জন্ম দিয়েছে হানিফ উদ্দিন। ফলদা ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি লাল মিয়ার ছেলে বিপ্লব ও সাধারন সম্পাদক কাদেরের ছেলে মিলন মিলে গোপালপুর উপজেলা থেকে ডিস লাইন সংযোগ নিয়ে নিজ এলাকায় ব্যবসা করার করার জন্য ডিস লাইনের তার টানিয়ে সংযোগ দেওয়ার চেষ্টা করলে অবৈধ লাইসেন্স বিহীন ডিস ব্যবসায়ী হানিফ উদ্দিন ভূঞাপুরের থানা পুলিশ খবর দিয়ে পুলিশের সামনেই বিপ্লব ও মিলন এর টানানো তার ভূঞাপুরের শেষ সীমানা পর্যন্ত কেটে নিয়ে যায় এবং তাদের মোটরসাইকেল পুড়িয়ে ফেলে । তারপরেও তাতেই ক্ষান্ত না হয়ে নাটকীয় ভাবে সে নিজের ডিস লাইনের সংযোগ স্থল কে নিজের কন্টোল রুম সাজিয়ে নিজের ভাগ্নে সুজন কে হাত পা বেধে বাহিরে রেখে নিজ কন্টোল রুমে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লাগে এবং সে পুড়িয়ে ফেলে । এলাকার সাধারণ মানুষ জানান তার ডিসের লাইনের কোন ফিট লাইসেন্স নাই, এবং সে বাজারে রাজনৈতিক ক্ষমতা প্রভাব দেখায়। এমনকি হানিফ ভূঞাপুর থানা পুলিশ কে ভুল বুঝিয়ে নিজের ফায়দা লোটার চেষ্টা চালিয়ে যায় । এরপরেও হানিফ ও গোপালপুরে অজ্ঞাত রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সাথে নিয়ে গোপালপুরে ডিস মালিক ও সকল ফিট ব্যবসায়ীদের কে তাদের ডিস ব্যবসা ক্ষতি সাধন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এলাকাবাসী সুত্রে জানা যায় ,তার অনেক অপকর্মের কথা। সে নাকি এমপি সাহেবের খুব কাছের লোক, ২৪ ঘন্টাই তার সাথে যোগাযোগ থাকে। সাধারণ মানুষকে ঠকিয়ে অনেক টাকার পাহাড় বানিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়,সে নাকি তিন তিনটা বিয়ে ও করেছেন। এমনতবস্থা গোপালপুরে সকল ডিস ব্যবসায়ীদের দাবি , যার যার উপজেলা ব্যবসা করার। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি ডিস লাইন ব্যবসায়ী কে সরকারের নিয়ম মেনে লাইসেন্স করে ব্যবসা করতে হবে। তাই তারা টাংগাইল ২ আসনে ( গোপালপুর ও ভূঞাপুর) মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সাহায্য সহযোগিতা ও হস্থক্ষেপ কামনা করছে। তা না হলে যে কোন মুহুর্তে অপিতিকর ঘটনা ঘটতে পারে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.