দুষ্টুমি-নাচানাচি করে পাখিও

0

 লাইফস্টাইল

কাকাতুয়ার দুষ্টুমির ভিডিও দেখা গেছে অনেক আগেই। এবার ইউটিউবে উন্মুক্ত হয়েছে গানের তালে কাকাতুয়ার নাচের দৃশ্য।

কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই দুটি বিখ্যাত গানের তালে নাচতে দেখা গেছে পাখিটিকে। ভিডিওটি প্রকাশ করে একদল গবেষক জানাচ্ছে, মানুষের মতোই দুষ্টুমি, নাচানাচি করতে পারে এই পাখি।

পাখির এই কর্মকাণ্ড নিয়ে গবেষণা করে যুক্তরাষ্ট্রের একদল গবেষক। কারেন্ট বায়োলজি জার্নালে মঙ্গলবার তাদের গবেষণাপত্রটি প্রকাশ হয়। সেখানে বলা হয়েছে, মানব প্রজাতির বাইরে কাকাতুয়াকেই স্বতঃস্ফূর্তভাবে নাচতে দেখা গেছে।

সচরাচর এ ধরনের ঘটনা দেখা যায় না। গবেষক দলের সদস্য টাফটস ও হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিদ অনিরুদ্ধ প্যাটেল বলেন, মানুষের বাইরে কাকাতুয়াকে সত্যিকারের নাচানাচি করতে দেখা গেল।

কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই মানুষের মতো সামাজিক যোগাযোগ ও গানের তালে নেচেছে কাকাতুয়াটি। শুধু তা-ই নয়, এটিকে দুষ্টুমি করতেও দেখা গেছে। তিনি জানান, মানুষের বাইরে অন্য প্রজাতির মধ্যেও যে এ ধরনের বুদ্ধিমত্তা ও আগ্রহ আছে, এক্ষেত্রে নতুন করে গবেষণার দ্বার উন্মুক্ত করল। এএফপি।

Leave A Reply