দুর্গাপুরে জলাবদ্ধতা, দূর্ভোগ চরমে

0

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

জেলার দুর্গাপুরে ঈদ পরবর্তী বৃষ্টির ফলে দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন আশপাশের এলাকায় জলাবদ্ধতার কারনে জন দুর্ভোগ চরমে পৌচেছে।

এ নিয়ে সোমবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, এলাকার ওই এলাকার প্রায় বাড়ী ঘরেই পানি প্রবেশ করায় প্রায় ২দিন যাবৎ হোটেল থেকে খাবার ও পানি কিনে দিনাতিপাত করতে হচ্ছে। সপ্তাহ পেরিয়ে গেলেও পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা না হওয়ায় ভুক্তভোগী প্রায় শতাধীক পরিবার জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পৌর মেয়র আলহাজ¦ মাওঃ আব্দুস সালাম বলেন, দুর্গাপুর পৌরসভায় পানি নিষ্কাষনের সঠিক ব্যবস্থা না থাকায় বর্ষা শুরু হওয়ার পুর্বেই সামান্য বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি উন্নয়ন বোর্ডের সহয়তায় প্রায় ১ কোটি টাকা ব্যায়ে খাল খনন নানা জটিলতায় বদ্ধ হয়ে যাওয়ায় এ দুর্ভোগ সৃষ্টি হয়। পৌরবাসীর আবেদনের প্রেক্ষিতে অচিরেই উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Leave A Reply