Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
কুষ্টিয়া থেকে সোহেল রানা:-
একাত্তর সালে জামায়াত ইসলামীর ভুমিকা ছিলো স্বাধীনতার বিপক্ষে, দেশের জনগণের বিপক্ষে কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম ব্যারিষ্টার আব্দুর রাজ্জাকের জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ বিষয়ে বলেছেন, একাত্তর সালে জামায়াত ইসলামীর ভূমিকা ছিলো স্বাধীনতার বিপক্ষে, দেশের জনগণের বিপক্ষে। ১৯৭১ সালে জামায়াতে ইসলামী এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্থানী সৈন্যবাহিনীর সাথে দেশে গণহত্যা চালিয়েছিলো, নারী নির্যাতন করেছিলো এবং ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়েছিলো। এই অপরাধের জন্য জামায়াতে ইসলামীর নেতাদের বিচারের দাবি ছিলো জনগণের। সেই বিচার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিচার হয়েছে এবং দন্ড কার্যকর করা হয়েছে। হানিফ আরো বলেন, জামায়াতে ইসলামীর কর্মকান্ডের জন্য অনেক আগেই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিলো। জামায়াতে ইসলামীর এদেশে রাজনীতি করার আর কোন নৈতিক অধিকার থাকতে পারে না।
আজ দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে জেলা আওয়ামীলীগের নোকর্মীদের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।