ছাত্রলীগ কর্মীর স্বাক্ষর জালিয়াতি: আদালতে মামলা দায়ের

সাইফুল ইসলাম বান্দরবন প্রতিনিধি:

জনতা ব্যাংক, বান্দরবান শাখা সঞ্চয়ী হিসাব নম্বর ০১০০২১৯৮৮২১৯৪ গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেছে বুলবুল আক্তার (৪৩) ও মুহাম্মদ খালিদ হোসাইন জোবাইর (১৮)। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর বান্দরবান সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন মুহাম্মদ লোকমান হাকীম। আসামীদের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বান্দরবানে জি আর মামলা ১০৯/২০২৪ দায়ের হয়। যাহা বান্দরবান সদর থানা মামলা নম্বর ০৮। এদিকে মামলা হওয়ার খবর পেলেও আসামী জোবাইর ভয় না পেয়ে এলাকায় বাদীর পরিবার পরিজনের বিরুদ্ধে প্রাণনাশ করিবার নানান হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। বিগত আওয়ামী সরকার আমলে নেতাদের ব্যাংক লুটের ঘটনায় আজ দেশের অর্থনৈতিক অবস্থা যেমন বিপর্যস্ত। দীর্ঘ বৎসর ক্ষমতায় থাকায় কর্মীরা ছিল বেপরোয়া। অভিযুক্ত মুহাম্মদ খালিদ হোসাইন জোবাইর কিশোর গ্যাং লিডার ছিল। মোটা অংকের বিনিময়ে পরের জমি দখল করে দেয়ায় নেতৃত্ব দিত। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে ভাড়াটে খুনী হিসেবে চিনে এমনটা জানায়। আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ৪০৬, ৪২০, জামিন অযোগ্য ৪৬৫, ৫০৬(রর)/৩৪ ধারায় মামলা রুজু করা হয়। আসামীরা গত ২৮ আগষ্ট ব্যাংক কর্তৃপক্ষের জেরার মুখে অপরাধ স্বীকার করে বাদীর সাথে আপোষ মীমাংসার প্রস্তাব দেয়। এই দিনে আসামীদের নিকট হতে ৪০ পাতার দু’টি চেক বইয়ের ৩৫ পাতার চেক ব্যাংক কর্তৃপক্ষ জব্দ করেন। দু’টি চেক বইয়ে ৬৮৯৩৮২৩ নং ৬৮৯৩৮৪২ পাতা অব্যবহৃত ছিড়ে ফেলা অবস্থায় বুঝে পান মর্মে ব্যাংক ব্যবস্থাপক প্রকাশ করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.