বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোটার : মাধ্যমিক স্তরসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন উপজেলা পরিষদের সামনে মাঠে উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পরিবারের উদ্যোগে এ মানববন্ধনের করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিস , বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার সূত্রে জানা যায়, শিক্ষায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তর সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে উপজেলার অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন,আরামনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, পিংনা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার নাসির উদ্দিন, সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম, সরবান হাসান টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান, সেঙ্গুয়া দারুল হুদা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল করীম,ডোয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন,সরিষাবাড়ী ছালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান সামাদ, শুয়াকৈর হাছেন আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম, পোগলদিঘা মড়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম মিয়া, বারইপটল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিকক্ষক আনিছুর রহমান, বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মাধ্যমিক ¯তর স্কুল মাদ্রাসার জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, শিক্ষকদের কর্মসুচীর সাথে আমাদের মনৌসর্মথন রয়েছে বলে জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.