ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতিকে অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করার অভিযোগ

স্টাফ রিপোটার ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সৌদি প্রবাসী’র স্ত্রী শাকিলা ইয়াসমীন শিখা কে মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে গ্রাম ছাড়া করার অভিযোগ তুলেছেন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের বাসিন্দা ও কামরাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শাকিলা ইয়াসমীন শিখা।
ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলনে বলেন, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের প্রভাবশালী ইউপি সদস্য আলমগীর হোসেন ও তার সহযোগী শামীম হোসেন মুন্না সহ তাদের অনুসারীরা বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে নিয়ে মানহানিকর মিথ্যাচার ও মিথ্যা মামলা করে আসছে।তারা বিএনপি সর্মথক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র বিজয়ী ট্রাক সর্মথক পরিচয়ে প্রভাব খাটিয়ে গত ১৫ মার্চ আমার বসত-ঘর ভাঙচুর করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ নিজ বসত বাডীতে যেতে দিচ্ছে না। ফলে দুই ছেলে শিক্ষার্থী নিয়ে ভ্রাম্যমানভাবে আত্বীয় বাড়ীতে মানবেতরভাবে জীবন যাপন সহ ছেলেদের লেখা-পড়া ব্যাহত হচ্ছে। আমাকে নিয়ে মিথ্যা অপবাদ ও মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন সহ মিথ্যাচারকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী ,দলীয় নেতাদের প্রতি আশুদৃষ্টি কামনা করে নিজ বসত বাড়ীতে নিরাপদে বসবাসের ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দাবী জানান। এসময় ভুক্তভোগী নারীর দশম শ্রেনীতে পডুয়া ছেলে ইয়াসিন আরাফাত ও ৪র্থ শ্রেনীতে পড়–য়া শিক্ষার্থী তাওহীদ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.