সরিষাবাড়ী পৌরসভার ডাস্টবিনের পচনের দুর্গন্ধ নাকে নিয়ে চলাচল করছে পথচারীরা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের
সরিষাবাড়ী পৌর সভার প্রাণ কেন্দ্র আরামনগর বাজার আলমি ফার্মেসীর সামনে মৃত কুকুর ও আবর্জনা পচনের দুর্গন্ধ নাকে নিয়ে অতিষ্ঠ ব্যবসায়ী ও পথচারীরা। নাক চেপে ধরে ঢেকুর পারতে পারতে চলাচল করছে বাজারে আগতরা এবং ব্যবসায়ীরা। ডাস্টবিন ছেড়ে ময়লা এখন রাস্তা দখল করে রেখেছে ।যার ফলে ময়লার উপর দিয়েই চলাচল করতে হচ্ছে অটো রিক্সা, ভ্যান মোটর সাইকেল সহ পথচারীদের। গতকাল শনিবার বিকেলে শেষে বাড়ি পৌরসভার আরো নগর বাজার ও মাইজবাড়ী বাজার এলাকায় এমন দৃশ্য লক্ষ্য করা গেছে। পথচারী ও ব্যবসায়ীরা পৌর কর্তৃপক্ষের কাছে ডাস্টবিনের ও আবর্জনার দখলে রাস্তা হতে জনস্বার্থে আবর্জনা অপসারণ করারপদক্ষেপ গ্রহণের আশু দৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে আরামনগর বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন, আব্দুল আজিজ ,সুরুজ্জামান অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ময়লা আবর্জনা পরিষ্কার না করায় দূর্গন্ধ নিয়ে স্বাভাবিক জিবন ব্যহত হচ্ছে। পৌর কর্তৃপক্ষ যদিও এক মাস বা ১৫/২০ দিন পর পর ময়লা আবর্জনা পরিষ্কার করার পরে কোন ধরনের কেরোসিন ও ব্লিচিং পাউড়ার ব্যবহার করেন না বলে অভিযোগ করেন তারা ‌।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.