শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন অয়োজিত

Timir Bonik তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

সহিংসতা কে না বলুন’ ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ এই শ্লোগানকে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ও স্থানীয় পিস ফ্যাসিলিটেট গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

পিস ফ্যাসিলিটেট গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ (দুপ্রক) শ্রীমঙ্গলে সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ তালুকদার, পৌর আওয়ামী লীগের(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও এ্যাম্বাসেডর মোহাম্মদ জহির উদ্দিন শামীম,উপজেলা জাসদ সভাপতি ও পিএফজি এ্যাম্বাসেডর হাজী এলেমান কবির, উপজেলা বিএনপি’র সহসভাপতি পিএফজি সদস্য মোহাম্মদ শামীম আহমদ,

 

এ্যাম্বাসেডর কাজী আছমা আক্তার, সাবেক ছাত্রনেতা ও কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গলের সদস্য বেলাল হোসেন রাজু, ফারিয়া শ্রীমঙ্গল উপজেলা সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শব্দ শৈলী প্রশিক্ষক ও পরিচালক এবং কমিউনিস্ট পার্টির শ্রীমঙ্গলের সদস্য বিকাল দাশ বাপন প্রমুখ। মানববন্ধনে পিএফজি সদস্য ছাড়াও সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.