বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গা ইপিজেড এলাকায় ইজি বাইক নিয়ে বিভিন্ন মহলের রমরমা চাঁদাবাজি

মোহাম্মদ আইয়ুব খান পতেঙ্গা ইপিজেড চট্টগ্রাম,
চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিন চলাফেরার সহজ মাধ্যম হলো ইজিবাইক অথচ এই বাহনোর উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে তদুপরি কানেক্টিং রোড গুলিতে দিনের বেলায় অবাধে চলে এই বাহন ।ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যাওয়া হাটবাজারে যাওয়া আসা জন্য এটি হচ্ছে একমাত্র বাহন ।রিক্সায় ভাড়া বেশি গুনতে হয় সময় বেশি লাগে বিদায়, এই ইজি বাইক গুলি সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় ।কিন্তু যারা জীবিকা নির্বাহে জন্য এই ইজিবাইক চালায়, তাদের চিত্র ভিন্ন। কেউ কেউ সমিতি থেকে লোন নিয়ে এই গাড়িগুলি কিনেছে আবার কেউ ভাড়ায় চালায়, তাদের রয়েছে বহু ভোগান্তি। সরকারে অনুমোদন না থাকায় ফায়দা লুটছে বিভিন্ন মহল। পুলিশ, নামধারী সাংবাদিক, এবং এলাকার বখাটেরা প্রতিদিন তাদের কাছ থেকে বিভিন্ন অংকের চাঁদা আদায় করে ।তাদের অসহায়ত্বের কথাগুলি আমি ক্যামেরা বন্দি করেছি সরকারের কাছে তারা বিনীত আবেদন জানাচ্ছে তাদেরকে বৈধ কাগজ পত্র দিয়ে পরিবারের ভরণ পোষণ ছেলে-মেয়েদের লেখাপড়া করার জন্য সুযোগ করে দেওয়া ।তাহলে তাদেরকে প্রতিদিন না খেয়ে বিভিন্ন মহলকে আর চাঁদা দিতে হবে না সরকারও একটা অংকের রাজস্ব পাবে পতেঙ্গা বিমানবন্দর থেকে কাঠ ঘর মুসলিমাবাদ রোড আলির দোকান আকমল আলী রোড স্টিল মিল খেজুরতলা রোড কলসির দিঘী রোড প্রতিদিন দেড় হাজারের মতো ইজি বাইক চলাচল করে ।তাদের সবার একটাই দাবি তাদেরকে সরকার মানবিক দিক বিবেচনা করে বৈধতা দিক।

Comments are closed, but trackbacks and pingbacks are open.