কিশোরগঞ্জে টানা এক সপ্তাহ ধরে ঝড়বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি

0

সামসুজ্জামান সুমন,কিশোরগঞ্জ (নীলফামারী):

নীলফামারীর কিশোরগঞ্জে গতকাল রাত ৯ টায় দুই ঘণ্টা ব্যাপী ঝড়সহ বৃষ্টি হয়েছে। ঝড়ের ফলে উপজেলার ৯ টি ইউনিয়নে ইরি-বোরো ধান, ভুট্টা ক্ষেত, পটল, তরমুজ, শসা, আম, কলার বাগন,লিচুসহ মৌসুমি ফসলের ব্যপকক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য প্রায় ১ সপ্তাহ ধরে এ ধরনের ঝড়বৃষ্টি লেগে আছে। ঝড়ের ফলে বিভিন্ন ইউনিয়নে বিদ্যুতের খুঁটি, গাছপালা উপড়ে গেছে। উপজেলার ৯ টি ইউনিয়নে প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সড়ক-মহাসড়কে যানবাহনচলাচলের ব্যাঘাত ঘটেছে। বিদ্যুৎ না থাকার ফলে পাগলাপীর-ডালিয়া,কিশোরগঞ্জ-নীলফামারী সড়কে ব্যাটারী চালিত অটোবাইক,আটোরিকসা সহ বিদ্যুৎ চালিত কোন যানবহন চলচল করতে পারিনি।  শুধু মাত্র দুই চারটি বিদ্যুৎ চালিত অটোবাইক চলচল করতে দেখা গেছে, তাও আবার দ্বিগুন ভাড়া নেওয়া হয়েছে যাত্রী সাধরনের নিকট থেকে।  জানা গেছে, উপজেলার বাহাগিলি, নিতাই, গাড়াগ্রাম, মাগুড়া, চাঁদখানা, বড়ভিটা, রণচণ্ডী, কিশোরগঞ্জ সদর ও পুটিমারিসহ ৯ টি ইউনিয়নে ছোটখাটো ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা ঝড়ো হাওয়া উড়ে গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন হতাহত‘র খবর পাওয়া যায়নি।

Leave A Reply