মঞ্চ মাতাবেন দামীর, ফুয়াদ ও সনজয়

বাংলাদেশের দুই সঙ্গীতশিল্পী দামীর ও ফুয়াদ আগামী ৩১ আগস্ট ঢাকার আলোকি’তে বিশেষ এক কনসার্টে একত্র হবেন। সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুকতাদির দীর্ঘদিন পর মঞ্চে ফিরছে সনজয় ও দামীরের সঙ্গে।

কনটেম্পোরারি বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুকতাদির। তার উদ্ভাবনী প্রযোজনা কৌশল এবং ট্রাডিশনাল বাংলা সঙ্গীতকে ইলেকট্রনিক প্রভাবের সঙ্গে মিশিয়ে দেওয়ার দক্ষতার জন্য প্রশংসিত হয়েছে। দামীর বাংলাদেশী সঙ্গীত জগতের একজন উদীয়মান তারকা। তার হিট গান “Amar Jaan” এবং “Bashbo Bhalo” বিশ্বব্যাপী রেডিও স্টেশনে প্রচারিত হয়েছে। সিলেটের সনজয় একজন ডিজে এবং প্রযোজক, সঙ্গীতের বিশ্বের কিছু বড় নামের সাথে কাজ করেছে। তার হিট গান “Shangri-La”, “OBVI”, এবং “One in a Million” লক্ষ লক্ষ বার স্ট্রিম করা হয়েছে।

বাংলাদেশী সঙ্গীতের বিশ্বব্যাপী প্রভাব উদযাপনের লক্ষে ঢাকার তেজগাঁওয়ের আলোকী কনভেনশন সেন্টারে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। তিনজন শিল্পীই বাংলাদেশের বাইরে সাফল্য অর্জন করেছে এবং তারা বিশ্বজুড়ে তরুণ সঙ্গীতশিল্পীদের অনুপ্রেরণা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.