Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
বিদ্যুৎ আহমেদ মিয়াঃ
সাভারের রাজফুল বাড়িয়ার পান পাড়ায় পুলিশের সোর্স গং এসআই সোহেল আল মামুন সেজে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ডাকাতি করার অভিযোগ । ঢাকা সাভারের রাজফুল বাড়িয়ার পান পাড়া সহ বিভিন্ন স্হানে চাঁদাবাজি ও ডাকাতি করেছে কাঁনা সুমন সোর্স ওরফে চোঁর কাঁনা সুমন গং, জানাগেছে উল্লেখিত কাঁনা সুমন হেলাল ইনফরমার, নওশের, আসাদ, ডালিম, তৃষা গং এরা প্রত্যেকজন বিভিন্ন মাদকের ডিলার। যেহেতু এরা মাদকের ডিলার সেহেতু এদের কাছে বিভিন্ন রকমের মাদক থাকে। এই সোর্স গংরা কিছু অসাধু পুলিশদের কে নিয়ে রাতে পথ চলাচল করা মানুষের পকেটের মধ্যে ইয়েবা ট্যাবলে সহ বিভিন্ন রকমের মাদক ঢুকিয়ে দিয়ে মোটা অংকের টাকা চাঁদাবাজি করছে। গত ৬ / ৫ / ১৯ ইং তারিখে উল্লেখিত সোর্সরা এস, আই সোহেল আল মামুন সেজে পানপাড়ার আজিজের ছেলে বাবুকে ধরে নিয়ে ৪০ হাজার টাকা নেয়। উক্ত তারিখের পড়ের দিন ৭ / ৫ / ১৯ ইং তারিখে আজিজের পুত্র বধু মনিকে ধরে নিয়ে ৪০ হাজার টাকা নেয়। ৮ / ৫ / ১৯ ইং তারিখে সোর্স সুমন গং এস, আই সোহেল আল মামুন সেজে গভির রাতে পান পাড়ার আজিজের ঘড়ের তালা ভেংঙ্গে ডাকাতি করে। প্রত্যেকটা দিন এই কাঁনা সুমন ওরফে চোঁর কাঁনা সুমন উল্লেখিতরা নিরীহ মানুষের উপর তান্ডপ চালায়। আমাদের অনুসন্ধানে চাঁদাবাজির কথোপকথন রেকর্ড আছে। এহেন এসমস্ত মোর্সদের কারনে অনেকে দোষ না করেও মাদকের মামলায় অনেকে জেল খাটছে। এলাকায় জনসাধারন ক্ষোভ প্রকাশ করছেন। মামলা করার প্রস্তুতি নিয়েছেন অনেকে। জনসাধারন বলছেন বর্তমান সরকার নিতীবান সরকার এসমস্ত কুলাংঙ্গার সোর্স গংদের অনৈতিক কাজ এর প্রভাব সরকারের উপড় পড়ছে। বিষটি মাননীয় আিজিপি মহোদয় সহ অনান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ কামনা করা যাচ্ছে। আমাদের অনুসন্ধান চলবেই।