- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
বিদ্যুৎ আহমেদ মিয়া- স্বাধীন বাংলা নিউজ টিভি:
কখনো সাংবাদিক তৃষা তালুকদার, কখনো কর্নেল এর পুত্র বধু আি এম তৃষা চৌধুরী, কখনো সিআইডি তৃষা খান বহুরুপে বহুমানে গুনান্তিত ভূয়া পরিচয় দাতা তৃষাকে ছেলেদের জিন্সের প্যান্ট পড়ে সাভারের পান পাড়ায় বিভিন্ন মাদক স্পটে বিভিন্ন রকমের মাদক সেবন করতে দেখাগেছে। তার হাতে ওকাকিটকি সেট পুলিসের ইলেক্ট্রিক সর্ক ষ্ট্রিক ও তার পরনের প্যান্টের পকেটে ঝুলানো থাকে হ্যান্ড কাপ। খোঁজ নিয়ে জানাগেছে, সম্প্রতি মিরপুরে অপকুকর্ম করার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বর্মানে সাভারের বিভিন্ন স্হান ও ওলিগোলিতে তার পদারচনা করছে, সাভারের তেঁতুল ঝোড়া ইউনিয়নের রাজার ঘাট এলাকায় সাংবাদিক তৃষা নামে পরিচয়ে বসবাস করলেও তার একটি লেখা পত্রিকায় দেখাতে না পাড়ায় এলাকার জনসাধারন ফুঁসে উঠলে সেখান থেকে সটকে পড়ে। শোভাপুরে থেকে বিভিন্ন স্হানে চাঁদাবাজি করেছে, সেকানকার জনসাধারন ক্ষেপে উঠলে সে গা ঢাকা দেয়। বর্মান উল্লেখিত ইউনিয়নের পান পড়ার বিভিন্ন স্হানে ভয় ভিতী দেখিয়ে মোটা অংকের চাঁদা বাজি করছে। সে একাই না তার সংঙ্গে গোয়েন্দা সাংবাদিক পরিচয়ে পুলিশের ব্যবহিত বিভিন্ন সরন্জাম সংঙ্গে নিয়ে চলাফেরা করে। লকজনের সন্দেহ হলে সাংবাদিকদের ফোন করলে তৃষা যে ভূয়া পরিচয়ে চলাচল করে তা পরিস্কার হয়ে যায়, খুলে যায় অনেক পরিচয়ের ভূয়া পরিচয় দাতা তৃষার মুখোশ। পরে তার সাংঙ্গ পাংঙ্গ পালিয়ে যায়। ধৃতবাঁজ তৃষা প্রকৃতির ডাক দিয়েছে মর্মে কথা বলে সেও কৌশলে পালিয়ে যায়। বহু পরিচয় দানকারী তৃষা সে প্রতারক, মাদক সেবী। দির্ঘ দিন থেকে বিভিন্ন এলাকায় জমজমাট মাদক ব্যবসা করছে। সে চান্দুরা নামক স্হানে মাদক স্পটে বাসা ভাড়া নিয়ে সেন্টিগেট সহ থাকলেও ধৃতবাঁজ তৃষা বাড়ির মালিক মর্মে লোকজনদের বলে বেড়ায় সূত্রে জানা গেছে।তার মাদক সহযোগী তাঁনা সুমন ওরফে চোর সোর্স কানা সুমন ও সোর্স মাদক ব্যবসায়ী সোর্স হেলাল। তৃষার বাড়ী কখনো গোলজঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন পরিচয়, কখনো হাজি শেখ সেলিমের বোন, কখনো বাড়ী ফরিদপুরে ইন্জিনিয়র মোশারফ এর পরিবারের সদস্য। বিষয়টি সংশ্লিষট কর্তৃপক্ষের উর্ধতন কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ কামনা করা যাচ্ছে। আমাদের অনুসন্ধান চলবে।