সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

কুষ্টিয়ায় টয়লেটের সেপটিক ট্যাংকে নেমে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছেন। শুক্রবার সকাল আটটার দিকে জেলা শহরের জুগিয়া কদমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন সাদেক বাচ্চু এবং মানিক মিয়া। সাদেক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের স্বামীর মল্লিকের ছেলে। আর নিহত মানিক সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মন্ডলপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। দুজনেই নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে যুগিয়া কদমতলা এলাকায় মাহাতাব উদ্দিনের ছেলে আমিরুলের নতুন ভবনের সেপটিক ট্যাংকের কাজ করতে যান নির্মাণ শ্রমিক মানিক ও সাদেক। প্রথমে ট্যাংকের ভেতরে ঢোকেন মানিক। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে সাদেক সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন। তিনি ট্যাংক থেকে মানিকের নিথর দেহ ওপরে তুলে আনেন। এ সময় সাদেকও মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.