- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
.
ধারাবাহিকের জন্য টাইটেল গান গাইলেন কণ্ঠশিল্পী সোহেল রাজ। গানের সুর ও) সংগীত আয়োজন করেছেন সোহেল রাজ নিজেই। ‘সিক্সটি নাইন’ নামের এই ধারাবাহিকটি শিগগির একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে প্রচার শুরু হবে। এটি পরিচালনা করেছেন বাপ্পী খান।
সোহেল রাজ গান প্রসঙ্গে বলেন, এটি একটি মজার গান। রিদম রয়েছে গানে যার ফলে শ্রোতাদের গানে লেগে যাবে সুর। দৃষ্টি আকর্ষণীয় বিষয়ের মতো এটি শ্রুতি আকর্ষণীয় হবে। ফলে নাতোকের গ্রহণযোগ্যতাও বাড়বে বলে আমার ধারণা। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে।
‘সিক্সটি নাইন’ নামের এই ধারাবাহিকের আবহ সংগীতও করেছেন শিল্পী সোহেল রাজ।
সোহেল রাজ সাম্প্রতিক সময়ে বেশকিছু কাজ উল্লেখযোগ্য কাজ করেছেন। হায়দার ও নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমার গল্প সিনেমার সবগুলো গানের সুর ও সংগীত করেছেন তিনই। এছাড়াও আরো তিনপ্টি সিনেমার গানের কাজ করছেন উঠতি এই সংগীত পরিচালক।
.
Comments are closed, but trackbacks and pingbacks are open.