ধনবাড়ীতে মালঞ্চ ইটভাটার চিমনি ভেঙ্গে দিল মোবাইল কোর্ট পরিচালনা কারী

ধনবাড়ী(টাংগাইল) প্রতিনিধি
 টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় গতকাল ৩১ অক্টোবর  জেলা প্রশাসন, ও টাঙ্গাইল  পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে মেসার্স মালঞ্চ ব্রিকস নামক ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভাটার কিলন ও চিমনী সম্পূর্ণভাবে ভেঙ্গে ফেলা হয় হয়েছে।  ভাটার মালিক কে ৫০০০/- টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে। এছাড়াও গোপালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে মেসার্স এম এম ব্রিকস নামক ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটাটির কিলন ভেঙ্গে ফেলা হয় এবং ৫০০০/- টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হঢয়েছে বলে জানাযায়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ।  আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের পরিদর্শক মোঃ মোতালেব হোসেন। এ সময় ধনবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান,টাঙ্গাইল  পরিবেশ অধিদপ্তর,।

Comments are closed, but trackbacks and pingbacks are open.