- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
ফরিদগঞ্জ প্রতিনিধি
বর্তমানযুগ তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে সোস্যাল বিভিন্ন আইটি সেক্টর ছাড়া মানুষের জীবন প্রায় অচল। আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগ যেমন মানুষের জন্য কল্যাণকর আবার ভীতিকর ও। তথ্য প্রযুক্তির আলিঙ্গনে কেউ হচ্ছেন হিরো, কেউ আবার হচ্ছেন জিরো।
তবে ফরিদগঞ্জের কৃতি সন্তান মাহিন উল শুভ সাইবার নিরাপত্তায় কাজ করে আস্থা অর্জন করেছেন তরুন প্রজন্মের। নিজেও হচ্ছেন স্বাবলম্বী। ঘরে বসেও যে আধুনিক প্রযুক্তির সাথে নিজের মেধাকে কাজে লাগিয়ে বড় হওয়া যায় সেটারই বড় উদাহরণ মাহিন উল শুভ।
বর্তমান যুগে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, নিউজ পোর্টাল, অনলাইন লেনদেন ইত্যাদি নানান সাইটের সাথে আমাদের জীবন বাধ্যগত ভাবে জড়িত। আর এই জড়িত হওয়ার ফলে সাইবার ডাকাত ( হ্যাকারদের) কারনে আমাদের ব্যাক্তিগত তথ্য এবং সিকিউরিটি হুমকির মুখে পড়ে প্রায়ই।
আর এই হুমকি থেকে মানুষকে বাঁচাতে মাহিন উল শুভ এক ভরসার নাম। কারো সোস্যাল একাউন্ট, নিউজ পোর্টাল, বিকাশ নগদের মতো বাটপারির হাত থেকেও রক্ষা করার জন্য শুভ এক ভরসার নাম ফরিদগঞ্জের অনেকের কাছে।
এমন সম্ভাবনাময়ী উজ্জ্বল এই তরুণের জন্ম ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ পৌর এলাকায়। তার মাধ্যমিক শিক্ষার হাতেখড়ি ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। ইউটিউব এবং সাইবার ৭১ টিমের সাথে কাজ করে শুভ হয়ে উঠেছেন সাইবার এক্সপার্ট। তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে ফরিদগঞ্জের অন্য সকল তরুণরাও। মানুষ কে সাইবার নিরাপত্তা দিয়ে শুভ আস্থা অর্জনের পাশাপাশি করছেন নিজের জীবিকা নির্বাহ।
এ বিষয়ে মাহিন উল শুভ জানান, আমি একেবারে নিজের চেষ্টায় ধীরে ধীরে অনলাইন এই যুগ টাকে হাতের মুঠোয় এনেছি। শুরুতে সখের বসে শিখতে থাকলেও এটা এখন সমাজের কাজে লাগছে। আমিও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছি। বর্তমানে আমি বাংলাদেশের জনপ্রিয় সাইবার ৭১ টিমের সাথে যুক্ত হয়ে কাজ করছি। ফরিদগঞ্জের তরুণরা কেউ শিখতে চাইলে আমি সর্বোচ্ছ সাপোর্ট করবো।
তার এমন সাফল্যে তার বন্ধু বান্ধব, এবং প্রতিবেশিরাও প্রশংসায় পঞ্চমুখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.