বান্দরবান স্টেডিয়াম মসজিদের শৌচাগার তৈরীর ৪ হাজার ইট গায়েব

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বিগত বছর গুলো রাজনৈতিক বিবেচনায় মসজিদ পরিচালনা কমিটি গঠন হওয়ায় নিয়ম বহির্ভূতভাবে মসজিদ মুসল্লীদের মতামতের ভিত্তি ছাড়াই পরিচালনার সুযোগ নেয় অনেকে। এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হলেন জেলা আওয়ামীলীগের ক্যাশিয়ার মাহবুবর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাশেম। এলাকার দানবীর বিশিষ্ট ঠিকাদার নুরু পাটোয়ারী এবং পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর এর দানকৃত ৪ হাজার ইট মুসল্লীদের মাধ্যমে বিগত ৪ মাস আগে ইট ভাটা হতে মসজিদ প্রাঙ্গনে এনে রাখা হলেও কিছুদিন পার হতে মুসল্লীরা তা দেখছে না বলে গুনজন শোনা যাচ্ছে।
খবর পেয়ে সেক্রেটারী আবুল হাশেম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইট গুলো গত মে মাসে জনৈক বালু ব্যবসায়ী শাহজাহানের কাছে বিক্রি করেছি ২৮ হাজার টাকা দিয়ে। এ বিষয়ে ক্রেতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ক্রেতা ইট গুলো ক্রয় করেছে ৩২ হাজার টাকা দিয়ে। ক্রেতা আরো বলেছেন নগদে ২৭ হাজার টাকা পরিশোধ করলেও বাকী রয়েছে আরো ৫ হাজার টাকা, যা এখনো মসজিদ কমিটিকে বুঝিয়ে দেন নাই। বান্দরবান পূবালী ব্যাংক শাখায় স্টেডিয়াম জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারীর নামে একটি হিসাব পরিচালিত আছে যার নম্বর ২৪৪০০। এ হিসাবে ইট বিক্রয় বাবদ গত ৩০ মে ১০ হাজার টাকা জমা প্রদান করতে দেখা যায় সেক্রেটারী সাহেবকে। এ বিষয়ে এই প্রতিবেদক খোজ খবর নেয়া শুরু করলে ২ অক্টোবর একই দিনে দুই দফায় ১২ হাজার টাকা ইট বিক্রয় বাবদ জমা প্রদান করতে দেখা গেছে। ইট বিক্রয় বাবদ ২৭/২৮ হাজার টাকা হলে কিংবা ৩২ হাজার হলে অর্থ খোয়া গেল ৫/৬ হাজার টাকা। তবে মসজিদ পরিচালনার সেক্রেটারী বলেন ইট গুলো খুবই নিম্মমানের হওয়ায় পরে ভাল ইটা দিয়ে শৌচাগার নির্মাণ করার উদ্দেশ্যে নিম্মমানের ইটা গুলো বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.