আরামনগর বাজারের সার্বিক উন্নয়নের লক্ষে জেলা বিএনপি’র সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার বৃহৎ বাজার আরামনগর বাজার আরামনগর বাজারের সার্বিক উন্নয়নের লক্ষে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর সাথে আরামনগর বাজার বর্ণিক সমিতি’র ব্যাবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে পৌর সভার আরাম নগর বাজার কাচা বাজার এলাকায় আরামনগর বাজার বর্ণিক সমিতি’র আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় আরামনগর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জু সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম আরামনগর বাজারের সমস্যাবলী উত্তরনের আশ্বাষ প্রদান করে বক্তব্য রাখেন। বিশেষ অতিথী হিসেবে সরিষাবাড়ী পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল কবির তালুকদার শাহীন, সরিষাবাড়ী পৌর দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, আরামনগর বাজার বনিক সমিতির সহ-সাধারণ সম্পাদক রতন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভাটি পরিচালনা করেন আরামনগর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ঝন্টু ও উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন। মতবিনিময় সভায় বাজারের ব্যাবসায়ী সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন পেশাজিবীরাও অংশ নেন।
মতবিনিময় সভায় আরামনগর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জু বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আমরা অনেক নির্যাতিত হয়েছি। বাজারের যাতায়াতের রাস্তার কোন উন্নয়ন হয়নি। আমাদের বাজারের ব্যাবসাীয়দের উপর অকারনে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করে নিয়েছেন। আমি নিজেও ৬ হাজার টাকা জরিমানা দিয়েছি। তাই ব্যাবসায়ীদের পক্ষ থেকে আরামনগর বাজারের সার্বিক উন্নয়নের জন্য প্রধান অতিথীর নিকট আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করছি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.