কোনো রকম মুক্তিপণ ছাড়াই অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (৪ এপ্রিল) নেজাম উদ্দীনের ছোট ভাই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আমরা কোনো মুক্তিপণ দেইনি। র‍্যাবের সহায়তায় আমার ভাইকে উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম। রুমা বাজারের পাশে তাকে পাওয়া গেছে। তিনি বর্তমানে সুস্থ আছেন। উদ্ধারের বিষয়ে র‍্যাব ভালো বলতে পারবে বলেও জানান তিনি।
মুক্তিপণের বিষয়ে নিজাম উদ্দীনের স্ত্রী মাইসুরা ইসফাত বলেন, ‘গতকাল বুধবার রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। তবে আমার স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে তাকে দিতে পারেনি। কথা বলে মনে হয়েছে ফেক। কেউ হয়ত প্রতারণার জন্য ফোন দিয়েছিল।’
আজ র‌্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, ‘র‌্যাবের মধ্যস্থতায়’ সোনালী ব্যাংক রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে।
এর আগে ২ এপ্রিল রাত ৮টার দিকে বান্দরবানের রুমায় উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে নিয়ে গেছে একটি সশস্ত্র সন্ত্রাসী দল। এ সময় তারা ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.