ধনবাড়ীতে দলিল লেখকগণের কাজের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের ধনবাড়ীতে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সনদপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত দক্ষতা, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ধনবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়াম, দিন ব্যাপি  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৮ মার্চ  প্রশিক্ষণে সভায় ধনবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা রেজিস্ট্রার মোহাম্মদ মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার ভূমি, ফারাহ ফাতেহা তাকমিলা।  অনুষ্ঠানে প্রশিক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সখীপুরের সাব-রেজিস্ট্রার শহিদুল ইসলাম, মধুপুরের সাব-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম। এ সময় সাব-রেজিস্ট্রারের কার্যালয়য়ের অফিস সহকারি  আমিনা খাতুন, বাংলাদেশ দলিল লেখক সমিতি ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক শামীম,ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী দলিল লেখক এস.এম আব্দুর রাজ্জাক সহ উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসের টিসি মহরা মোস্তাফিজুর রহমানসহ সকল স্টাফ ও  শতাধিক দলিল লেখক ও স্ট্রাম্প ভেন্ডার এ প্রশিক্ষণ কর্মশালা অংশ গ্রহন করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.