যুদ্ধ চলছে বার্মায়: গোলার আতঙ্কে ঘর ছাড়ছেন বান্দরবান সীমান্তের অনেকে

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
মিয়ানমারের অভ্যন্তরে সরকারী আর্মি ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের জেরে আতঙ্ক ছড়িয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে। ব্যাপক গুলি বর্ষণের শব্দে আতঙ্ক বেড়েই চলেছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। এদিকে সীমান্তবতী অনেকেই ঘর ছেড়েছেন নিরাপদ আশ্রয়ের খেঁজে।
সকালের দিকে গুলি বর্ষণের শব্দ কম থাকলেও দুপুর থেকে ভারী অস্ত্রের শব্দ শুনতে পান স্থানীয়রা।
স্থানীয় বরাতে জানা যায়, এখন পর্যন্ত জান্তা বাহিনী ও আরকার আর্মির সাথে তুমুল সংঘর্ষ চলমান রয়েছে। যার ফলে ঘুমধুম সীমান্তে ব্যাপক গোলা বর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে।
গতকাল মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেলের বিস্ফোরিত অংশ এসে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী একটি বাড়ির উঠানে।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ জানান, আজও মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির আওয়াজ শোনা গেছে। মিয়ানমারের কাছবকাছি হওয়ায় তার এলাকার মানুষের জীবনযাপনে আঘাত আসছে।
এদিকে নিরাপত্তা নিশ্চিতসহ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বলে জানায় বিজিবি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.