বান্দরবানে শিশু পরিবারে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনা রিজিয়ন

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে সরকারি শিশু পরিবারের অনাথ ছাত্রদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করল ৬৯ পদাতিক ব্রিগেড। সোমবার ২৯ জানুয়ারি বেলা ১২ টায় সেনা রিজিয়নের আয়োজনে কালাঘাটা শিশু পরিবার হল প্রাঙ্গণে এসব শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনাথ ছাত্রদের মাঝে এসব শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার এ এসএম মাহমুদুল হাসান, মেজর শায়েখ উজ জামান, মেজর সরওয়ার জাহান তুর্য, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
এসময় ৫৭৭ জন অনাথ ছাত্রদের মাঝে এই শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান করা হয় । ভবিষ্যতেও অনাথ ছাত্রদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী পাশে থাকবেন বলে জানান। ভবিষ্যতে ছাত্রীদের জন্যও শিশু পরিবারে পৃথক আবাসন সহ পাঠদান সম্ভব হবে এমনটাই আশা প্রকাশ করতে দেখা যায়।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.