ধনবাড়ীতে নাহার ফাউন্ডেশন এর পক্ষ থেকে কম্বল বিতরণ।

এস,এম, আব্দুর রাজ্জাক

টাংগাইলে ধনবাড়ী উপজেলা সয়া গ্রামে আজ সকাল ১০ ঘটিকার সময় নাহার ফাউন্ডেশন এর আয়োজনে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নাহার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন তোতা হাজী নাহার ফাউন্ডেশন এর পক্ষ থেকে কম্বল বিতরণ। কিছুটা হলেও দুঃখীনির মুখে ফুটিয়েছি মোরা হাসি,শীতার্ত আজ থাকবে সুখে আশা মনে পুষি! থাকব পাশে এভাবে আজীবন দুর্দশা আর দুর্দিনে, আনতে তব তরে শুভক্ষণ ভবিষ্যতেও বুঝব মানে। এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত অসহ্য শীতে সাধারণ মানুষ যেখানে অতিষ্ঠিত, সেখানে একবারও কী সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে দেখেছেন? কীভাবে আছে তারা? তাদের কী শীত লাঘবের কিছু আছে। অন্যরা যখন শীতে ঘরের ভিতরে লেপ, কম্বলের নিচে, তখন নাহার ফাউন্ডেশন সদস্যরা সয়া গ্রামে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণে ব্যবস্থা করেন। তাদের হাতে রাখি। সহানুভূতির আপন হাত-এই নাহার ফাউন্ডেশন বছরের শুরু থেকে সুবিধা বঞ্চিত মানুষ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে নাহার ফাউন্ডেশন ধনবাড়ী তার ধরাবাহিকতায় আজ ২৩ জানুয়ারি নিজ গ্রামে গ্রামের ১৫৯ জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করে দয়িতা নাহার ফাউন্ডেশন । নাহার ফাউন্ডেশননের প্রতিষ্ঠাতা নিজে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিতদের ভিতরে কম্বল বিতরণ করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.