নির্বাচনী আচরন বিধি লংঘনের অপরাধে নৌকা ও ট্রাক প্রতিকের জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরন বিধি লংঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে নৌকা ও ট্রাক প্রতিকের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করেছেন। মঙ্গলবার (২রা জানুয়ারি) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার থানারোড়স্থ ও শিমলা বাজার এলাকার পৃথক দুটি স্থান থেকে এ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরন বিধি লংঘন করে নির্ধারিত সময়ের পূবেই আব্দুর রশীদ এর “ট্রাক” প্রতিকের প্রচারণা শুরু করে। এ বিষয়টি থানা রোড়স্থ এলাকায় জামালপুর জেলা গ্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এমাদুল হোসেন এর নজরে এলে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক হাজার টাকা জরিমানার নির্দেশ প্রদান করে আদায় করেছেন । অরপর দিকে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার এলাকায় প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর “নৌকা” প্রতিকের প্রচারণা নির্ধারিত সময়ের পূবেই প্রচারণা করার অপরাধে সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০০ শত টাকা জরিমানা আদায় করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.