শেখ হাসিনার হাতে যতদিন ক্ষমতা থাকবে,বাংলাদেশ ততদিন নিরাপদে থাকবে,এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরা

 

মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

শেখ হাসিনার হাতে যতদিন ক্ষমতা থাকবে,বাংলাদেশ ততদিন নিরাপদে থাকবে। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশাল জনসমাবেশ এই কথা বলেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গুইমারা উপজেলা আ.লীগের সহ সভাপতি জনাব মোঃ আবু তাহের এর সভাপতিত্বে জনসমাবেশে খাগড়াছড়ি জেলা আ.লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মংক্যাচিং চৌধুরী, জেলা পরিষদের সদস্য নিরোৎপল খীসা,শতরুপা চাকমা,জেলা আ.লীগ সহ সভাপতি মনির খান,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রইস উদ্দিন, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মাইন উদ্দিন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃজসীম উদ্দিন, খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনা আকতার, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এম এ জব্বার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, শিক্ষা ছাড়া কখনো নিজেকে এগিয়ে নেওয়া সম্ভব না।নিজেকে ও সমাজকে এগিয়ে নিতে সু শিক্ষায় শিক্ষিত হতে হবে।আর সুশিক্ষিত হতে হলে ভালো ভাবে পড়াশুনা করতে হবে।

এই সময় তিনি আরও বলেন : শেখ হাসিনার হাতে যতদিন ক্ষমতা থাকবে,বাংলাদেশ ততদিন নিরাপদে থাকবে।

তিনি বলেন, দৃষ্টিভঙ্গী আলাদা আলাদা থাকতে পারে।তবে এই দেশ আমাদের সবার।এই দেশে যত উন্নয়ন হয়েছে তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। এই উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.