সরিষাবাড়ীতে প্রকৌশলী হেলালের মনোনয়নের দাবিতে নারী সমাবেশ অনুষ্ঠিত

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ,শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে তৃণমুল পর্যায়ে ১৪১ জামালপুর ৪ সরিষাবাড়ী আসনে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের মনোনয়ের দাবীতে সরিষাবাড়ীতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার আওনা ইউনিয়নের কাশিনাথপুর এলাকার বাদলের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রায় এক হাজার নারী অংশগ্রহণ করে। আওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম ঝিলির সভাপতিত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিণী ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বোন আ’লীগ নেত্রী ফাহমিদা বুলবুল কাকলি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।

ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল আলম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম , যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মল হক স্বপন , মহাদান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান নান্নু , আওনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ বক্তব‌্য রাখেন । 

 

এ সময় সরিষাবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার ইকবাল টমাস ,সাবেক যুবলীগ নেতা লিয়াকত আলী খান , আওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক অনিক মিয়া , ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোলায়মান , সাধারণ সম্পাদক খোকন মিয়া , ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলতাফ হোসেন , ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছানোয়ার হোসেন সহ স্থানীয় গণ‌্য মান‌্য ব‌্যাক্তিরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে সকলের মধ্যে সরকারের উন্নয়ন কর্মকান্ড লিফলেটের মাধ্যমে বিতরণ করা হয়।

প্রধান অতিথি ফাহমিদা বুলবুল কাকলি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে বদ্ধপরিকর। নারীদের সকল উন্নয়ন কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন। আগামী নির্বাচনে নারীদের ভোট নৌকার ভোট, নারীদের ভোট শেখ হাসিনার ভোট। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখবো। তাঁর উন্নয়নের সারথি হিসাবে জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে আগামী সংসদ নির্বাচনে মাহবুবুর রহমান হেলালকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি করেন তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.