শ্রীমঙ্গলে অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

Timir Bonikতিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১লা অক্টোবর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট আলী রাজিব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার সহকারি পরিচালক শফিকুল রহমান এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদারসহ শহরের সেন্ট্রাল রোডে এক অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে মা ভেরাইটিজ ষ্টোরে মেয়াদোত্তীর্ণ সোয়াবিন তেল বিক্রির অপরাধে ১০ হাজার টাকা, নির্মল পাল ও মহসিন আহমেদ এর দোকানে মূল্য তালিকা দৃশ্যমান না থাকায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, মেয়াদোত্তীর্ণ পন্য, স্বাস্থ্যে হানিকর কোন প্রকার খাদ্য সামগ্রী বিক্রি করা যাবে না। তিনি আরও বলেন এই অভিযান অব্যাহত থাকবে।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.