সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের উত্তর চুনিয়াপটল ময়েন উদ্দিনের খেয়াঘাট থেকে কালু ফকিরের বাড়ী পযর্ন্ত রাস্তাটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর এবার স্থানীয় সংসদ ডাঃ মুরাদ হাসান এমপি মারফত সংস্কার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এ মাটির রাস্তাটির ছিল করুণ অবস্থা। ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে পথচারীকে প্রতিনিয়ত দূভোর্গ পোহাতে হতো। চুনিয়াপটল গ্রামবাসী বিষয়টি স্থানীয় সংসদ সদস‍্য আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপিকে জানান। তিনি এলাকাবাসীর দূভোর্গের কথা চিন্তা করে উত্তর চুনিয়াপটল ময়েন উদ্দিনের খেয়াঘাট থেকে কালু ফকিরের বাড়ী পযর্ন্ত রাস্তাটি সংস্কারের জন‍্য এমপির বিশেষ বরাদ্দ থেকে দ্রুত একটি বরাদ্দ দেন। সাবেক ইউপি মেম্বার ফজলুল হকের তত্বাবধায়নে ওই বরাদ্দ দিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে রাস্তাটির সংস্কার কাজ। রাস্তাটি সংস্কার হওয়ায়  মানুষের কষ্ট দূর হয়েছে । মানুষ এখন সহজেই এক জায়গা থেকে অন‍্য জায়গায় যেতে পারছে। দীর্ঘদিনের দূভোর্গ লাঘব করায় গ্রামবাসী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ এমপিকে ধন্যবাদ জানিয়েছেন এবং এ উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে আবারও এ আসনে মুরাদ হাসানকে নৌকার মাঝি হিসেবে দেখতে চান এলাকাবাসী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.