জামালপুরে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে

 

মোঃ আব্দুল গফুর জামালপুর

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি ৩১৩ সেন্টিমিটার ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে জামালপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা মুঠোফোনে জাগো নিউজকে বলেন, সকাল থেকই উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। এখনও তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে দীর্ঘ মেয়াদী বন্যা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.