সিলেটে বালু শ্রমিকদের বিপক্ষে অবস্থানকারী চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা

 

গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটের ৩নংপূর্ব জাফলং ইউনিয়নের ডাউকি নদীতে লক্ষাধিক বালু শ্রমিকদের কর্মহীন করতে একটি সঙ্গবদ্ধচক্র দীর্ঘদিন থেকে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। চক্রটি বিভিন্ন সময়ে বালু উত্তোলনকারী সাধারণ শ্রমিক ও ব্যাবসায়ীদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে আর্থিক ভাবে লাভবান হয়েছে। প্রধানমস্ত্রী দেওয়া উপহার জাফলং ব্রীজকে পুজি করে,প্রশাসনকে বির্তকিত করতে সম্প্রতি সময়ে চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে’বালু উত্তোলনের ফলে ব্রীজ ধ্বংশ’ শিরোনামে ভিডিওসহ বিভিন্ন ধরনের মন্তব্য ফেইসবুকে ছড়িয়ে দিয়ে শ্রমিকদের বিপক্ষে অবস্থান করে । গত ২৩ আগস্ট বুধবার বিকালে সঙ্গবদ্ধ চক্রের সদস্যরা জাফলং ব্রীজের উপর অবস্থান করে ফেইসবুক লাইভে প্রচার করার চেষ্টা করে,শ্রমিকরা বালু উত্তোলন করে জাফলং ব্রীজ ধ্বংশ করছে এমন খবরে শ্রমিকরা জাফলং ব্রীজের উপর গিয়ে সঙ্গবদ্ধচক্রের সদস্যদের শক্ত হাতে প্রতিহত করে। এ চক্রের সদস্যদের কাছে সাধারণ শ্রমিকরা অসহায়,এর প্রতিবাদে কাজ চাই ‘ভাত চাই’বালু উত্তোলন সচল চাই” ব্যানারে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদী থেকে বালু উত্তোলন সচল রাখার দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেন। ২৪ আগস্ট বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ নেতা মোজাম্মিল হক মেনন’র সভাপতিত্বে জাফলং ব্রিজের উপর জাফলং নদী থেকে বালু উত্তোলন বন্ধ করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে। যুবনেতা কামরুল ইসলাম ও নাজিম উদ্দীন’র যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। মানববন্ধনে বক্তারা বলেন, গোয়াইনঘাটের কিছু কোচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জাফলং নদীর বালু উত্তোলন নিয়ে ষড়যন্ত্র করছে। দীর্ঘদিন থেকে সিলেটের পাথর কোয়ারি গুলো বন্ধ থাকার কারণে গোয়াইনঘাটের কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। কর্মহীন মানুষ গুলোর ঘরে দুমুঠো খাবারও নেই।বালু উত্তোলনের ফলে অনেক শ্রমিক তার পরিবার নিয়ে দুই মুঠো ডালভাত খেয়ে দিনাতিপাত করছে। কিন্তু একটি কুচক্রীমহল গোয়াইনঘাটের মানুষের শান্তি চায় না বলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরুপ মন্তব্যের লেখালেখি করছে। আমরা এই মানববন্ধন থেকে তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিতে চাই। এই গোয়াইনঘাটের শ্রমিক বাঁচতে চায়। বালু উত্তোলন সচল চায়। বালু উত্তোলন বন্ধ করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গোয়াইনঘাটের কয়েক হাজার মানুষ আজ রুখে দাঁড়িয়েছে। জাফলং নদীর বালু উত্তোলন বন্ধ করে দিনমজুর শ্রমিকদের পেঠে লাত্তি মারলে শ্রমিক খেটে খাওয়া মানুষ বসে থাকবে না। একসময় আজকের এ আন্দোলন কঠোর থেকে কঠোর আন্দোলনে রুপ নিবে। মানববন্ধনে গোয়াইনঘাট উপজেলার কৃষক শ্রমিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করে জাফলং নদী থেকে বালু উত্তোলনের দাবি জানিয়েছে

Comments are closed, but trackbacks and pingbacks are open.