বান্দরবান জেলা পরিষদে বিভাগের নিয়োগপত্র হস্তান্তর

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি: 
সকালে ১০৩০টা থেকে ১১৫০টা পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা মন্ত্রনালয়ধীন সমাজসেবা অধিদপ্তরের আওয়াধীন/অন্তর্ভুক্ত সমাজসেবা অধিদপ্তরে আবেদনকারী ২৮৮০ জন প্রতিদ্বন্দ্বীর মাঝে  পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিজ যোগ্যতা প্রকাশের মধ্য দিয়ে ১৫ জনকে মেধাবীকে নিয়োগপত্র হস্তান্তর করা হয় বান্দরবান জেলা পরিষদের সভাকক্ষে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যা শৈ হ্লা চুড়ান্ত নির্বাচিতদের হাতে নিয়োগ পত্র তুলে দেন। বান্দরবান সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মহুরি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শাহ- আলম, জেলা পরিষদের সদস্য ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য ক্যা সা প্রু মারমা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ ।
এসময় সমাজকল্যান মন্ত্রনালয়ের অধিনস্থ সমাজসেবা অধিদপ্তরের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৫ জন সদস্যকে ফুলেল সংবর্ধনাও জানানো হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.