ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার শাখার প্রশিক্ষণ কর্মশালা

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি: 
বান্দরবান পার্বত্য জেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও অফিস সহকারী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের (স্থানীয় সরকার শাখা) কর্মকর্তা-কর্মচারীগণের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১লা জুন সকালে  বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর এবং জেলা প্রশাসক কার্যালয়ের (স্থানীয় সরকার শাখা) কর্মকর্তা-কর্মচারীগণের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  ইয়াছমিন পারভীন তীবরীজি। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট গন ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশিক্ষন কর্মশালায় স্থানীয় সরকারের অধীনে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও অফিস সহকারী সহ মোট ৬০-৭০ জন সদস্য উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.