বারৈয়ারহাট হেঁয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

সড়ক ও জনপথ অধিদপ্তর – সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ সেতু মন্ত্রণালয়ের আয়োজনে বারৈয়ারহাট -হেঁয়াকো -রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (২৪ মে) সকাল ১১টার সময় রামগড় মৈত্রী সেতু ১ ইমিগ্রেশন ভবনের সামনে উক্ত সড়ক প্রশস্তকরণ সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এর মাধ্যমে উপস্থিত থেকে সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

আয়োজিত অনুষ্ঠানে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংসদ ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী সাংসদ বাসন্তী চাকমা এমপি,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,চট্রগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার নাইমুল ইসলাম,খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈয়ব আলী, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন, পৌর মেয়র রফিকুল আলম কামাল,অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) নাজিম উদ্দিন, খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান “রামগড় ৪৩ বিজিবি”র সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ, অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,সহ সরকারি বেসরকারি দপ্তরে পদস্থ কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ –গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকার ও ভারত সরকারের মধ্যে গত ৫ এপ্রিল ২০১৭ সাল নয়াদিল্লীতে ৩য় লাইন অব ক্রেডিট (Loc- lll)এর জন্য একটি memorandom of understanding (Mou)সাক্ষরিত হয়। উক্ত mou তে বারৈয়াহাট হেঁয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পটি অন্তর্ভুক্ত ছিলো,এই প্রকল্পের মাধ্যমে ৩.০০ কিঃ দীর্ঘ সড়কটি র প্রশস্ততা ৫.৫০ মিটার (১৮ফুট) হতে বৃদ্ধি করে ১১.৩০ মিটার (৩৮ফুট)করা হবে।তা ছাড়া এই প্রকল্পের মাধ্যমে ৯টি সেতু (২৪৯.২০মিটার ) এবং ২৩টি কালভার্ট (১০৮ মিটার )নির্মাণ করা হবে,এখানে উল্লেখ যে উক্ত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (8FYP)অনুসারে সড়ক ও জনপথ অধিদপ্তর নির্ধারিত লক্ষমাত্রা ১২৭০০ কিলোমিটার আঞ্চলিক /জেলা মহাসড়ক উন্নয়ন /পুর্বাসন ৩৭৫০০ মিটার সেতু /কালর্ভাট নির্মাণ ৩৭৫ কিলোমিটার রিজিড,পেভমেন্ট নির্মাণ এর অংশ বিশেষ বাস্তবায়িত হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.