সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদন্ধীতা করছেন ১১ জন প্রার্থী

মো:দুলাল হোসেন রাজু,সিলেট থেকে:

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদন্ধীতা করছেন ১১ জন প্রার্থী,তবে বরাবরের মতই সিলেট সিটি নির্বাচনে শক্ত অবস্থানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। কিন্তু বিএনপি নির্বাচনে অংশ গ্রহন না করায়,সিলেটের রাজনীতিতে আওািমীলীগ মনোনিত মেয়র প্রার্থীর জয়-জয়কার। এদিকে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠচষে বেড়াচ্ছেন আওামীলীগ মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।ভোটের মাঠে সরগরম সিলেট নগরী।

নেতাকর্মীদের পদচারনায় মূখর সিলেটের অলি-গলি-রাজপথ ।মেয়র প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম। অন্যান্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গেল মঙ্গলবার সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যলয়ে মনোনয়নপত্র জমা দেন মেয়র প্রার্থীরা। আগামী ২১-শে জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন চলবে ইভিএমে । মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৩ মে। মনোনয়নপত্র বাছাই পর্ব শেষ হবে আজ ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। জানিয়েছেন,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফয়সল কাদির। তবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন ঘিরে আইনশৃঙ্গখুলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে কটুর হস্তে ধমনের আশ্বাস পুলিশ মহাপরিদর্শকের।

Comments are closed, but trackbacks and pingbacks are open.