টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত

রামচন্দ্র ঘোষ, টাংগাইল প্রতিনিধি

আজ মঙ্গলবার সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন জানান টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ‘ক’ শ্রেণির ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা হতে যাচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন।

এ তথ্য প্রদানকালে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, প্রেসক্লাব সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, আগামীকাল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় এ উপজেলার ১০ জন উপকারভোগীদের মাঝে ঘর হস্তান্তর করে এবং উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন। এর আগে উপজেলার এক পৌরসভা ও সাত ইউনিয়নের মোট ২৫৪ জন ভূমিহীন-গৃহহীন মানুষকে ঘর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হালনাগাদকৃত চলমান তালিকা অনুযায়ী এ উপজেলা গৃহহীন-ভূমিহীনমুক্ত হলেও এই প্রক্রিয়া চলমান থাকবে। যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কোনো ভূমিহীন পাওয়া যায় দ্রæততম সময়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

শেষে যদুনাথপুরের ‘মমিনপুর আশ্রয়ণ প্রকল্প’ ঘুরে দেখে উপকারভোগীদের সাথে কথা বলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.