সরিষাবাড়ীতে প্রভাবশালী আব্দুল গফুর ও আব্দুল আজিজে’র বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে প্রভাবশালী আব্দুল গফুর ও আব্দুল আজিজের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফার পরিবার সংবাদ সম্মেলন করেছে। গতকাল সোমবার দুপুর ১২ টায় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা’র স্ত্রী শাহানা পারভীন লিখিত বক্তব্য বলেন, সরিষাবাড়ী পৌর সভার মেইন রোডস্থ শিমলা বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা’র ক্রয়কৃত ভুমিতে দীর্ঘ দিন যাবত সিমানা প্রাচীরের মধ্যে বসতবাড়ীর ৪টি ঘর ও ১টি দোকান ঘর ভাড়া দিয়ে ভোগবান রয়েছি। প্রাচীরের মধ্যে খালি জায়গায় বহুতল বিশিষ্ট আবাসিক অবকাঠামো নির্মানে লে-আউট প্লান অনুমোদন স্বাপেক্ষে ভবন নির্মান কাজ চলমান রয়েছে। ওই চলমান কাজ সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজারের মৃত আফর আলী’র ছেলে প্রভাবশালী আব্দুর গফুর ও আব্দুল আজিজ সহ তার কিছু ভাড়াটিয়া লোকজন ৫ লাখ টাকা দাবী করে। টাকা না দেওয়ায় ওই নির্মানাধীন ভবন নির্মানে পৌর সভার সকল শর্ত মেনে কাজ চলমান রাখলেও পৌর কতৃপক্ষের মিথ্যা তথ্য প্রদান করে অভিযোগ দেয়। এর পরেও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার জমি জবর দখলে রাখতে কাজ বন্ধ করে দিয়ে মিথ্যা তথ্যে দিয়ে নানা কুট কৌশলে মিথ্যা মামলা দায়ের করেছেন। এ ছাড়াও প্রভাবশালী আব্দুর গফুর ও আব্দুল আজিজ তার লোকজন দিয়ে বিভিন্ন সময় অসদাচরণ ও গালমন্দ করে। এ সব আচরনের প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধার স্ত্রী শাহানা পারভীন কে রড় দিয়ে মারধর করার উদ্যত পরিস্থিতি সৃষ্টি করে, এবং সর্বদাই উৎপেতে থেকে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের নজরে রাখায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ঘটনায় শফিকুল ইসলাম ও শাহীন আশিক এর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যার নং-১২১২,তারিখ:-২৫/০১/২০২৩ইং। এ ঘটনায় মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সহ প্রশাসনের কাছে সহযোগীতা কামনা সহ প্রভাবশালীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী জানান মুক্তিযোদ্ধা পরিবারের স্ত্রী সন্তানেরা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা’র বড় মেয়ে মমতা পারভীন, ছেলে তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.