লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেনির নবীন বরণ অনুষ্ঠান

 

মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের নবীন বরণ, লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালানাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ভোধন করা হয়।

রবিবার (১৯ মার্চ) বেলা ১২টার সময় লোগাং বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় ও লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাসদ সদস্য ও (প্রতিমন্ত্রী পদমর্যাদা) উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা। এতে স্বাগত বক্তব্য রাখেন লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা,উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,১নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা।

এই সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ হারুনর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, উপজেলা প্রকৌশলী মোঃ আবদুল খালেকসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অন্যদিকে লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালানাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ভোধন করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.