- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
রাস্তায় কাজ করা কোম্পানির অসাবধানতায় একটি নিষ্পাপ শিশুর জীবন বলি!
প্রিন্স এডওয়ার্ড মাংসাং
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
গতকাল (১৬/০৩/২০২৩) ইং বিকেলে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় আবু তালহা নামের ১০ বছরের এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় গতকাল বিকেলে আনুমানিক সাড়ে চারটার দিকে জলছত্র (২৫ মাইল) বাস ষ্টেশন থেকে ১ কিঃমিঃ উত্তরে বন এলাকায়, ময়মনসিংহ দিক থেকে আসা একটি সিএনজি তাহের ব্রাদার্স কোম্পানির একটি থেমে থাকা সল্টেসট ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সাথে সাথেই সিএনজি ধুমরে মুচড়ে যায় এবং আবু তালহা (১০) নামের এক শিশুর মৃত্যু হয় !
পাশে কাজ করা মাটি কাটার বেকু মেশিনের ড্রাইভার বলেন বিকট শব্দ হলে পিছনে তাকিয়ে দেখি ট্রাকের সাথে সজোরে ধাক্কা লেগে রাস্তার পাশে চিটকে পড়ে যায়, আমরা দৌড়ে গিয়ে উদ্ধার করি এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পরে শুনতে পারি ফুটফুটে সুন্দর বাচ্চাটি মারা গেছে।
দূর্ঘটনায় পাহারারত পুলিশ জানায় রাস্তায় বেকু মেশিন দিয়ে রাস্তার মাটি কাটার সময় যে ইট গুলো পাওয়া যায় সেই ইট নেওয়ার কাজ করছিল ঐ ট্রাক, থেমে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে।
পরবর্তীতে হাসপাতাল এবং পারিবারিক সূত্রে জানা যায় ছেলেটির নাম আবু তালহা পিতা মোঃ সোলেমান কবির সোহেল, মাতা – উম্মে সালমা, তারা ময়মনসিংহ নানা বাড়ি থেকে মধুপুর দূর্গাপুর দাদার বাড়িতে আসতেছিল। পথেই এই দূর্ঘটনা ঘটে। ছেলেটি ময়মনসিংহে একটি মাদ্রাসায় পড়াশোনা করত, এবং বাবা চাকরি করেন বুরো বাংলাদেশ গাজীপুর শাখায়।
পরিবার সূত্রে আরও জানা যায়,দুর্ঘটনায় বাচ্চাটির বাবা-মা খুবই আশঙ্কা জনক অবস্থা হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরিবারের দাবি তাহের ব্রাদার্স কোম্পানি রাস্তায় কাজ করার সময় যদি যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করত, তাহলে এই দুর্ঘটনা অনেকটাই এড়ানো যেত। অন্তত একটি পরিবার এইভাবে স্বজন হারা হতো না । তাই মধুপুর প্রশাসনের সুদৃষ্টি কামনা করে পরিবারের লোকজন বলেন আর যেন এইভাবে কোনো পরিবার ধ্বংস না হয়, তাদের স্বপ্নভঙ্গ যাতে না হয় স্বজন হারা না হয় । তার জন্য যথেষ্ট সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.