সরিষাবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন 

 

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ  “স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ ” প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজনে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ২৫ ফেব্রুয়ারি ) সকালে জামালপুরের সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল, প্রাণিসম্পদ দপ্তর ডেইরি উন্নয়ন প্রকল্পের ( এলডিডিপি’র ) আয়োজনে সরিষাবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান ( এমপি ) অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান বি. সি. এস (প্রাণিসম্পদ) এর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত কবীর, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গুলজার হোসেন এবং পৌর কাউন্সিলর মোঃ সাখাওয়াত আলম মুকুল প্রমূখ।

এছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের ( এলডিডিপি ) অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.