বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমান আদালতে ৬ দোকানকে ১৯ হাজার টাকা জরিমানা

 

রেজাউল ইসলাম মাসুদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৬ দোকানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার অর্থদণ্ড দেন।

নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে আগমনীকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ব্রয়লার মুরগির মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা বাবুল হোসেনকে ৫ হাজারটাকা, ফুটপাত দখল করে দোকানের মালপত্র রাখার দায়ে সুলভ হার্ডওয়্যারকে ৫ হাজার টাকা, ভেজাল মুড়ি বিক্রির দায়ে মুড়ি বিক্রেতা লতিফর রহমানকে ২ হাজার এবং যত্রতত্র পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে দুই অটোচালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, বাজারে ভেজাল খাদ্য ও যানজট দুর করতে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মতি পরিচালনা করা হবে।

অভিযানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যানিটারী ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন, সহকারী ইন্সপেক্টর আব্দুল গফুর, বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী বনিক সমিতির সভাপতি আকরাম আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.