ঠাকুরগাঁও যৌতুক বিহীন বিবাহ ২৪ জোড়া

 

রেজাউল ইসলাম মাসুদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ক্যাথলিক মিশন চার্চে খ্রীষ্টান সম্প্রদায়ের ২৪ জোড়া যৌতুক বিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে।

প্রতি বছর বড়দিনের ন‌্যায় একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে এবছরও ২৭ ডিসেম্বর মঙ্গলবার গণবিয়ের আয়োজন করা হয়।খ্রীষ্টানদের মতে, আজকে তাদের সাকামেন্ট সম্পন্ন হল।

 

রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অ্যান্থনী দাস জানান, খ্রীষ্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় চাকুরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৬ ডিসেম্বর গায়ে হলুদসহ আনুষ্ঠানিকতা চলে পরদিন ২৭ ডিসেম্বর আয়োজন করা হয় গণবিয়ে।

ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিয়ের গ্রাম হতে ছেলে মেয়েরা তাদের অভিভাবকদের নিয়ে এখানে সমবেত হন এবং আনুষ্ঠানিক ভাবে তাদের বিবাহ কাজ সম্পাদন করা হয়। বিয়ের বর কনেরা পরস্পরকে স্বামী স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনেকে উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.