দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষে জামালপুর জেলা বিএনপির গণমিছিল

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে গণমিছিল- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ২৪ ডিসেম্বর দুপুরে স্থানীয় শহরের পুরাতন বাইপাস মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান বিপ্লব, এড. গোলাম নবী,সফিউর রহমান সফি, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।

 

 

এসময় জেলা বিএনপির সহসভাপতি মো. লিয়াকত আলী,কাজী মসিউর রহমান, এড. মঞ্জরুল কাদের বাবুল খান,যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রোমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজীব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তার, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাইদা আক্তার শ্যামা, জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওছার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল, জেলা মৎস্য জীবী দলের সভাপতি আব্দুল হালিম,সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

সমাবেশে বক্তারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে তাদের দেওয়া ১০ দফা দাবি মেনে নিতে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস সহ সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.