নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

 

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যদায় ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল মনসুরের সভাপতিত্বে শুক্রবার জিরো জিরো আওয়ারে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

 

পরবর্তীতে সকল শহীদদের স্মরনে উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৯টায় নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পুলিশ প্রশাসন, আনসার বাহিনী ও স্কাউট দলের প্যারেড প্রদর্শন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনক পূর্ব সংবর্ধনা জ্ঞাপন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল আসনের দুইবারের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মো. মনোয়ারা জুয়েল, জেলা পরিষদ সদস্য মো. আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ সহ রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ। এছাড়া বিভিন্ন পেশাজীবি সাধারন মানুষ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিকালে নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.