নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষ, আহত – ৬

 

মিজানুর রহমান,নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া ইউনিয়নের ডাঙ্গী বাঙ্গালকান্দা গ্রামে ১২ নভেম্বর শনিবার সকালে জালাল খাাঁন, সিদ্দিক খাঁন ও নান্নু মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষে বাড়িঘর,দোকানপাট ভাংচুর লুটপাট চলে।

 

এরই জের ধরে বেলা প্রায় ১২ টার দিকে ভবুকদিয়া বাসস্ট্যান্ডে চেয়ারম্যান কালাম কাজি সমর্থক ও শ্রীরামদিয়ার মোরায়াদ মাতুব্বর সমর্থকরা ঢাল,সড়কি,রামদা,লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া সংঘর্ষ হয়।সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের ৬ জন আহত হয়।আহতরা হলেেন শ্রীঙ্গাল গ্রামের ইদ্রিস পুড়া(৬৫),ভবুকদিয়া গ্রামের আওলাদ ভূইয়া,ইদ্রিস কাজী,সিদ্দিক খাঁন নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।মোরাদ মাতুব্বর গ্রুপের জালাল খাঁন,সিদ্দিক খাঁন গংরা একই গ্রাম ডাঙ্গী বাঙ্গালকান্দা গ্রামের কামাল ওরফে ছরোয়ার শেখ এর বাড়িতে হামলা চালিয়ে দোকান ভাঙচুর লুটপাট করে। ছরোয়ার শেখ বলেন আমরা বাড়িতে কেউ ছিলামনা বাড়িঘর ভাংচুর করার কথা শুনে বাড়িতে এসে দেখি আমার বাড়ি, দোকান ভাঙচুর লুটপাট করে টাকাপয়সা স্বর্নঅলংকার নিয়ে গেছে।ঘরে থাকা আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দিয়ে। খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।স্থানীয় লোকজন বলেন দুই গ্রুপের লোকজন রয়েছে উত্তেজনার মধ্যে। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এলাকা শান্ত রাখা হয়েছে রয়েছে ঘটনা স্থলে আমাদের পুলিশ।ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামের নান্নু মেম্বারকে সিদ্দিক খা কযেকদিন আগে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে এবং তাকে মারপিট করে,আজকে আবার জালাল খাঁন তার ভাই সিদ্দিক খাঁনরা ছরোয়ার শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে, খবর শুনে ওসি কে জানাইলে সে ফরিদপুর থাকায় পরিস্থিতি শান্ত করতে ঘটনা স্থলে আমি নিজে, ইদ্রিস পুড়া ও ইউনুস ফকির ঘটনা স্থলে বাঙ্গালকান্দা যাই।

এই সময়ের মধ্যে মোরাদ মাতুব্ব তার লোকজন আমার ইউনিয়ন পরিষদে আসে এবং আমার লোক রহিম কে মারপিট করে আমার বাড়িতে হামলার পরিকল্পনা করে।খবর পেয়ে আমার লোকজন আমার বাড়ি রক্ষা করার জন্য ছুটে আসে। মোরাদের লোকজন এগিয়ে আসলে শুরু হয় ইটপাটকেল। শালিসি মধ্যস্তাকারী ইদ্রিসপুরা কে কুপিয় গুরুতর জখম করে।
এবিষয় মোরাদ মাতুব্বর এর বাড়িতে গিয়ে না পাওয়ায় এবং ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.