- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ (নীলফামারী) ঃ সরকারের দেওয়া স্কুলের ল্যাপটপ শিক্ষকের বাড়িতে। কাজে আসছেনা ডিজিটাল শিক্ষা উপকরণ। এতে করে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষালাভ থেকে বি ত হচ্ছে শিক্ষার্থীরা।
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানাগেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের সয়রাগন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়েছে ডিজিটাল শিক্ষা উপকরণ ল্যাপটপ,একটি ওয়াই-ফাই রাউটারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ। আরোও প্রতিমাসে ৪০০ টাকার প্যাকেজে ২০ জিবি ডাটা।
যাতে করে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষালাভ করতে পারে শিক্ষার্থীরা। কিন্তু প্রধান শিক্ষক আবতাবুজ্জামান এর খামখেয়ালীপনায় ডিজিটাল শিক্ষা থেকে বি ত হচ্ছে ওই স্কুলের শিক্ষার্থীরা। তিনি সরকারের দেওয়া ল্যাপটপ বাসায় নিয়ে ৪ বছর ধরে নিজের কাজে ব্যবহার করছেন। স্কুলে কোনদিনও নিয়ে আসেনি ল্যাপটপ।
ল্যাপটপ বিষয় জানতে চাইলে তিনি বলেন নষ্ট হয়েছে এবং নানা অযুহাত দেখান। এদিকে উপজেলা শিক্ষা অফিসের তদারকির অভাবে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষালাভ থেকে বি ত হচ্ছে ঐ স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।
স্কুলের প্রধান শিক্ষক আবতাবুজ্জামান সরকারের দেওয়া ডিজিটাল শিক্ষা উপকরণ বাড়িতে নিয়ে নিজের কাজে ব্যবহার করছেন বলে এলাবাসীরা অভিযোগ করেন। কয়েকজন শিক্ষার্থী বলেন আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষা কি জানি না। স্যার কোনদিন আমাদেরকে দেখায়ও নাই বলেও নাই। কোনদিনও ল্যাপটপ ক্লাসে আনেও নাই।
Comments are closed, but trackbacks and pingbacks are open.