গোপালপুরে শিক্ষকের প্রহারে নবম শ্রেণির এক ছাত্রী আহত

মো: সেলিম হোসেন গোপালপুর টাংগাইল

গোপালপুরে শিক্ষকের প্রহারে নবম শ্রেণির এক ছাত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। মঙ্গলবার পৌরশহরের সূতী ভি.এম. সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, গনিতের ক্লাস চলার সময় ক্লাস টিচার রফিকুল ইসলাম মাসুম মাতৃআক্তার রিয়া নামক এক ছাত্রীকে মাথায় আঘাত করে। ওই ছাত্রী জানায়, ভুলক্রমে ক্লাসে সাধারণ গনিত বইয়ের পরিবর্তে উচ্চতর গনিত বই নেয়ার অভিযোগে তাকে বকাঝকা শুরু করে। তারপর তোকে মেরেই ফেলবো বলে চিৎকার দিয়ে একটি শক্ত মলাটের বই হাতে নিয়ে তার মাথায় জোরে আঘাত কওে ওই শিক্ষক। এরপর অনেকক্ষণ বকাঝকা করার পর তাকে ক্লাসে চল্লিশ মিনিট সময় সটান দাঁড় করিয়ে রাখে। একসময়ে প্রচন্ড মাথা ব্যথায় সে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, ছাত্রীর মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মাথার বাম পাশ ফুলে জখম হয়েছে। ভেতরে কতোটা রক্তক্ষরণ হয়েছে তা সিটি স্ক্যান ছাড়া বলা যাবেনা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক আহত ছাত্রীকে দেখতে হাসপাতালে যান।
তিনি জানান, কোন শিক্ষার্থীকে শারিরীক বা মানসিক আঘাত করার অধিকার কারোর নেই। ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.